Breaking News

চিকেন শর্মা রোল মজাদার রেসিপি | Chicken Sharma Roll Fun Recipe

শর্মা রেসিপি
চিকেন শর্মা রোল মজাদার রেসিপি!
> চিকেন শর্মা রোল স্ন্যাকস হিসেবে বেশ সুস্বাদু একটি খাবার। খুব অল্প সময়েই তৈরি করা যায় এই মজাদার রেসিপি। বিকালের নাশতায় চিকেন শর্মা রোল চিকেন শর্মা রোল খেতে পারেন চিকেন শর্মা রোল। আসুন দেখে নেই কীভাবে তৈরি করবেন চিকেন শর্মা রোল।চিকেন শর্মা দাম

> উপকরণ:-: shawarma recipe
মুরগির মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ এক কাপ, টমেটো এক কাপ, আদা ও রসুনের পেস্ট এক চামচ, মরিচ আটটি, গাজর হাফ কাপ ক্যাপসিকাম হাফ কাপ সোয়া সস এক চামচ। টমেটো সস এক চামচ, চিলি সস এক চামচ, পিঠা রুটি পাঁচটি, ধনে পাতা হাফ কাপ, তেল, লবণ পরিমাণমতো।চিকেন বল

> প্রণালী:-: চিকেন ভেজিটেবল
একটি প্যানে পরিমাণমতো তেল নিয়ে তাতে পেঁয়াজ, মরিচ, আদার পেস্ট, রসুনের পেস্ট, টমেটো, গাজর ও ক্যাপসিকাম দিন। উপকরণগুলো ভালো করে নাড়ুন। তারপর তাতে সবকটি সস দিয়ে আবার ভালো করে মেশান। একটা প্রেশার কুকারে মুরগির মাংস নিয়ে ভালো করে রান্না করে নিন। মাংস রান্না হয়ে গেলে ছোট ছোট টুকরো করে নিন। এবার প্যানে বাকি উপকরণগুলোর সঙ্গে মুরগির মাংসটা যোগ করুন।
তারপর তাতে পরিমাণমতো লবণ, ধনে পাতা এবং বাকি সবজিগুলো দিয়ে ভালো করে নাড়ুন। চিকেনের এই তরকারির ওপর এবার পরিমাণমতো চিজ ছড়িয়ে দিন। এবার পিঠা রুটি নিন। এক চামচ মাংসের তরকারি নিয়ে পিঠা রুটির মধ্যে দিয়ে দিন। এবার পিঠা রুটিগুলো রোল করে কাগজে মুড়িয়ে ফেলুন। আপনার চিকেন শর্মা রোল তৈরি পরিবেশনের জন্য।চিকেন পিকচার

No comments